Master Ji : The OG Explainer

Master Ji : The OG Explainer

যদি প্রশ্ন করা হয় বর্তমানে বাংলাদেশে আপনার কোন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দেখতে খুবই বেশি ভালো লাগে, নির্দ্বিধায় বলা যায় অধিকাংশ মানুষের উত্তর হবে Enayet Chowdhury, যার পরিচিতি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হলেও পেশায় তিনি বুয়েট-এর প্রভাষক।

কেন তিনি সবার পছন্দের হবেন না? যখন সবাই একই ধরনের কন্টেন্ট বানানো নিয়েই ব্যস্ত ছিলো, তিনি প্রথম ব্যক্তি যিনি শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আসেন সবার মাঝে। তার মূল দর্শক হলেন জ্ঞানপিপাসু লোক, যারা জানতে-শিখতে ভালোবাসে। কিন্তু সবাই হয়তো সব ধরনের তথ্য সংগ্রহ করার মতো সময় বের করতে পারে না। তাই তাদের মাঝে “কিন্তু? কেন?” প্রশ্ন থেকেই যায়। তাদের এই সমস্যার সমাধান নিয়েই আসেন Enayet Chowdhury।

তিনি সোশ্যাল মিডিয়ার দর্শকদের এমন কিছু উপহার দিতে চেয়েছিলেন যা সবকিছু থেকে ভিন্ন। জানা-অজানা সকল বিষয় নিয়ে তার কথা বলা হলেও তিনি এই বিষয়গুলো মূল আকর্ষণ, “কিন্তু? কেন”? প্রশ্ন, এর জবাব নিয়ে উপস্থিত হন। তার ভিডিও এর মাহাত্ম্য এবং অনন্যতা রয়েছে তার বুঝানোর ক্ষেত্রে। তার ভিডিওগুলো তৈরী করার জন্য তিনি এবং তার দল নিম্নে হলেও ১০-১২ ঘন্টা গবেষণা করে তথ্য সংগ্রহ করেন যাতে দর্শক পুরোপুরি সঠিক এবং স্বচ্ছ তথ্য পায়। অনেকের হয়তো এই ১০-১২ ঘন্টা সময় নেই গবেষণার জন্য, তাই তিনি তার এই ১০-১২ ঘন্টার গবেষণাকে ১০-১৫ মিনিটের মধ্যে নিয়ে আসেন এবং তা থাকে তথ্য সমৃদ্ধ কন্টেন্ট।

 

তার কন্টেন্টগুলোতে তিনি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বলে থাকেন এবং বিষয়-বিশেষে তিনি এদের ভাগ করে বিভিন্ন সিরিজ তৈরী করেছেন যাতে করে দর্শকরা যা নিয়ে জানতে চাচ্ছে তার জন্য বেশি খোঁজা না লাগে। তার এই সিরিজগুলো হলো:

১. সহজ ব্যাখ্যা সিরিজ –

এটা এনায়েত চৌধুরীর ট্রেডমার্ক প্লেলিস্ট। উনার কন্টেন্ট বানানোর শুরুটাই ছিল জ্ঞানের গণতন্ত্রায়ণকে মাথায় রেখে। শুধুমাত্র কঠিন কঠিন শব্দ ব্যবহার করে নিজের পান্ডিত্য জাহির করা অনেক বুদ্ধিজীবীই মনে করে থাকেন, অনেক কিছু আছে যা জনসাধারণের বোঝার বাইরে। তাই যারা অজ্ঞ তাদের অজ্ঞ থাকতেই দাও। এনায়েত চৌধুরী সেই সীমানার দেয়াল ভেঙ্গেছেন। তার কথা বলার স্টাইলে আঞ্চলিক টান আছে। ব্রিটিশদের উপনিবেশায়ন থেকে শুরু করে হালের জি টুয়েন্টি সম্মেলন, যাই হোক না কেন, এই সিরিজের ভিডিওগুলোতে উনি আপনার সামনে এমনভাবে গল্প করবেন যেন মনে হবে আপনার ভার্সিটির এক বড় ভাই আপনাকে চায়ের দোকানের টং এর আড্ডায় খুব গুরুগম্ভীর কিছু সহজ করে বুঝায় দিচ্ছেন।

২. মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন –

এখানে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক জানা-অজানা তথ্যাদি আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন।

৩. আন্ডারেটেড মানুষজন –

এখানে তিনি এমনসব মানুষদের ব্যাপার নিয়ে কন্টেন্ট বানিয়েছেন যাদের আপনি নাম শুনে থাকলেও তেমন আমলে নেওয়া হয় না, কিন্তু তারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তাদের নিয়ে কথা বলা উচিৎ। এদের ব্যাপার নিয়েই এখানে কন্টেন্ট। যেমন মওলানা ভাসানী, জামাল নজরুল ইসলাম, প্রমুখ।

৪. Think Anticlockwise Series:

এই সিরিজের কন্টেন্টগুলো খুবই অসাধারণ। এখানে তিনি পৃথিবীর যাবতীয় প্রথাগত ও সাম্প্রতিক বিষয়গুলোকে কেন্দ্রিভূত সাধারণ চিন্তাধারাগুলোর থেকে ভিন্নভাবে চিন্তা করেন এবং দর্শকদের চিন্তা করান। এতে করে দর্শকরা তাদের চিন্তার প্রসার ঘটাতে পারে এবং নতুন করে ভাবতে পারার বিষয়টি তৈরি হয়।

৫. Creator’s Picks:

এই সিরিজটি সম্পূর্ণ Enayet Chowdhury এর নিজের পছন্দের কন্টেন্টগুলো একত্রিত করে বানানো যা তিনি তার তৈরী করা “সেরা কন্টেন্ট” বলে বিবেচনা করেন।

Enayet Chowdhury একজন জীবন্ত প্রেরণা, যার দেখা-দেখি এখন অনেকেই শিক্ষামূলক, তথ্যমূলক কন্টেন্ট বানান। তার ইচ্ছা ইন্টারনেট বিচ্ছিন্ন মানুষদের কাছে পৌঁছানো যারা তার কন্টেন্ট দেখে ভালো কন্টেন্ট এর ব্যাপার বুঝতে পারেন এবং নেতিবাচক কন্টেন্ট থেকে দূরে থাকেন। তার দর্শকের প্রতি তার কৃতজ্ঞতা তাকে উৎসাহ দেয় আরো কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা জোগানোর জন্য। এভাবেই অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়ে Enayet Chowdhury এর সাথে থাকুন অজানা ও নতুন তথ্যের যাবতীয় প্রশ্ন ও উত্তর জানতে।
Enayet Chowdhury

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *