The No-brainer BBA: Art of Case Study
Business Inspection BD একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যারা তাদের প্ল্যাটফর্মের পুরো ফোকাস বাংলাদেশের ইকোনমি, ইন্ডাস্ট্রি এবং বিজনেস এর উপর রিসার্চ ও বিশ্লেষণ করে থাকে।
তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে Entrepreneurial Mindset এর মানুষের সংখ্যা বৃদ্ধি করা। বাংলাদেশের বিজনেসমুখী যুবকদেরা ব্যবসার জগতে তাদের নিজেদের জড়িত রাখতে পারে তা নিয়েই ভবিষ্যৎসম্পর্কে অনুপ্রানিত করতেই মূলত Business Inspection BD বা BIBD এর Case Study এর ভিডিও বানানোর চুড়ান্ত উদ্দেশ্য। এর জন্য বিভিন্ন ধরনের বিজনেস বা অর্থনৈতিক বিষয়ক বা রাইজ-আপ / স্টার্ট-আপ নিয়ে অনেক ধরণের Case Study নিয়ে ভিডিও তারা তৈরী করে থাকেন।
BIBD এর মতো একটি Case Study সম্পৃক্ত ভিডিও তৈরী করার জন্য যা করতে হয় সে ব্যাপারে নিচে বলা হলো:
Selection of Compelling Story:
প্রথম কাজ হলো টপিক বেঁছে নেওয়া। টপিকের উপর ভিত্তি করে এমন একটি স্টোরি বেঁছে নেওয়া হয় যার মাধ্যমে ভিউয়ার্সদের আকর্ষণ ও ইন্টারেস্ট জাগানো যাবে। এই স্টোরিগুলো সফলতার গল্প, নতুন প্রবর্তনের গল্প, ইউনিক কোনো ইন্ডাস্ট্রিয়াল ইন্সাইট এর ব্যাপারেই হয়ে থাকে। এছাড়াও মূল ফোকাস রাখতে হবে যা তে স্টোরি গুলো বাস্তব জীবনের পরিস্থিতির সাথে মিল রাখে, যেমন বাঁধা-বিপত্তির ঝড় পেরিয়েও কিভাবে একটি বিজনেস উচ্চতার শিখরে পৌছালো এমন কোনো গল্প। এতে করে ভিউয়ার্সরা দেখে অনুপ্রাণিত হতে পারে।
Storyboard and Scripting:
আপনার স্টোরি সিলেক্ট করলেই কাজ শেষ হয়না, বরং শুরু হয়; স্টোরিটা ভিউয়ার্সদের কাছে পরিবেশন করার মতো উপযোগী করে তুলতে হয়। তার জন্য প্ল্যান করে আপনার ভিজুয়াল এর সিকুয়েন্স বানাতে হবে যাতে করে দেখে কোনো কিছু অপ্রাসঙ্গিক না মনে হয়। প্রতিটা দৃশ্যকে সঠিকভাবে বর্ণনা করতে হবে এবং স্টোরিটা এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে দেখার মাধ্যমে ভিউয়ার্সরা মূল তথ্য খুব ভালো করে বুঝে যান। স্টোরি এর প্রতিটি দৃশ্যের পরিবর্তন গুছিয়ে রাখতে হবে যাতে একটির পর আরেকটি দৃশ্য বা তথ্য প্রাসঙ্গিক লাগে। এর জন্য একটি স্ক্রিপট তৈরী করতে হবে যাতে করে Case Study এর Flow যুক্তিযুক্ত লাগে এবং মূল বিষয়গুলো স্পষ্ট হয়ে ফুটে উঠে।
Voiceover and Sound Design:
ভিডিও এর সাথে যেই কথাগুলো যাবে তা খুবই সাবধানের সাথে রেকর্ড করতে হবে যাতে সব কথা স্পষ্ট এবং সুন্দর উচ্চারণের সাথে শোনা যায় এবং দর্শক ভিজুয়ালের সাথে তথ্যগুলোও মন্ত্রমুগ্ধের মতো দেখেন এবং শুনেন। ভিডিও এর সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ডে কিছু সুন্দর সাউন্ড ইফেক্ট / মিউজিক যুক্ত করতে হবে যাতে Case Study টির মুড এবং পেইস এর সাথে ভিউয়ার মনোরমভাবে তাল মিলিয়ে চলতে পারে এবং বিরক্ত না হয়।
Review and Distribution:
ভিডিও তৈরী করার পর আপনার প্রয়োজন এর ব্যাপারে মতামত। আপনি আপনার পরিচিত কাউকে অথবা আপনার কাজের গ্রুপ থাকলে তাদের সাথে মিলে একসাথে ভিডিওটি নিজেরা দেখে বের করবেন কোথায় আর কি যুক্ত করলে বা কেটে দিলে ভিডিও দেখার জন্য আরো উপযোগী হবে।
ভিডিও সম্পূর্ণ তৈরী হয়ে গেলে তাকে আপনার প্ল্যাটফর্ম উপযোগী করার জন্য অপ্টিমাইজ করে নিতে হবে যাতে YouTube অথবা কোনো Social Media তে এটি আপলোড করার পর এর রেজুলুশান, রেশিও, সাইজ এর কম-বেশি না হয়। এরপর কিভাবে এবং কোথায় এটি পাবলিস করে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে ভিডিও পৌছাতে পারবেন তা প্ল্যান করে ভিডিওটি আপলোড করে ফেলুন যাতে বিভিন্ন ই-কমার্স গ্রুপগুলোতে আপনার ভিডিও পৌছে যায় এবং বিজনেস রিলেটেড মানুষজনের কাছে কন্টেন্ট পৌছে যায়।