Melodical Duo: A Beautiful Bond
সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক জায়গাতেই অনেক মিউজিকাল পেইজ অথবা চ্যানেল দেখে থাকি যা আমাদের প্রতিদিনের ক্লান্তিকে কিছুটা হলেও নিস্তার দেয় মনোরোম গানের পরিবেশনায়। এসব শিল্পীদের মাঝে এক জুটি বাবা-ছেলের পরিবেশনাই সবচাইতে মন-কাড়া, এরা হলেন Baap ka beta – বাপকা বেটা।
নাম দিয়েই বোঝা যায় যে ছেলে একদমই তার বাবার মতই এবং বাবা-ছেলে একসাথে মিলে বিভিন্ন গান গেয়ে দর্শকের মন জয় করে নেন। তাদের এই একসাথে গান গাওয়ার ব্যাপারটিই দেখায় যে জেনারেশনাল গ্যাপ কোনো বড় কিছু নয়, সুন্দর শৈল্পিকতার মাধ্যমেই বন্ধনের সৃষ্টি হয় এবং গানের প্রতি তাদের এই আবেগ এবং আত্মোৎসর্গ তাদের মধ্যকার সৃজনশীলতাকে বের করে আনে যাতে করে তারা একসাথে খুব সহজ-সাবলীল ভাবেই গান গুলো ছন্দে ছন্দে মিলিয়ে গাইতে পারেন।
Baap Ka Beta – এর সাক্সেস খুবই অসাধারণ এক যাত্রা। যারা তাদের মতই এমন করে তাদের যাত্রা শুরু করতে চান তাদের কিছু জিনিস মেনে চলা উচিৎ:
1. Identify Audience and Preference:
আপনার গানের মাধ্যমে আপনার ডেডিকেটেড অডিয়েন্স খুঁজে নিতে হবে। সব গান সবার জন্য না তাই আপনাকে সবসময় আপনার গান অনুযায়ী স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করে কন্টেন্ট বানাতে হবে।
2. Diversification of Genre:
সবসময় এক ধরণের গান গাওয়া যাবে না, আপনাকে আর এক্সপ্লোরিং করতে হবে। আপনার কভার গানের মাঝে জন্রার ভিন্নতা থাকতে হবে: ক্ল্যাসিক, সমসাময়িক হিট, ফিউশান এবং নিজের কম্পোজিশন। এভাবে বিভিন্ন ধরণের গান পরিবেশনে মাধ্যমে সবধরনের অডিয়েন্সের পছন্দে আপনি নিজেকে রাখতে পারবেন।
3. Engagement and Interaction:
আপনাকে আপনার অডিয়েন্সের সাথে এংগেজড থাকতে হবে। গানের পাশাপাশি অডিয়েন্সের সাথে কথপোকথন এর জন্য ভিন্ন ধরণের কাজও করতে হবে যেমন Q&A Sessions, Fan Poll for song selection। অথবা আপনার অডিয়েন্সের থেকে সঙ্গীত প্রতিভার কাউকে বেঁছে নিয়ে তার সাথে কলাবরেশন করে কন্টেন্ট বানাতে পারেন।
4. Collaboration and Special Project:
অন্যান্য মিউজিশিয়ান,আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সারদের সাথে মিলে কন্টেন্ট বানালে নতুন অডিয়েন্সদের কাছে পরিচিতি পেতে পারেন। এভাবেই বিভিন্ন স্পেশাল প্রোজেক্ট এর মাধ্যমে অডিয়েন্সদের নতুন ভাবে আনন্দ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।
5. Consistent Branding:
আপনার নিজের ব্র্যান্ডিং সবসময় কন্সিস্টেন্ট ভাবে বিভিন্ন কন্টেন্ট প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করতে হবে যার জন্য আপনাকে সবসময় স্কেজ্যুল মেনে আপনার কন্টেন্ট পাব্লিস করতে হবে। স্কেজ্যুল মেনে চললে আপনার ব্র্যান্ডিং সবসময় কন্সিস্টেন্ট থাকবে।
6. Adaptive Evolution:
আপনার সবসময় আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকতে হবে তাদের ফীডব্যাকের মাধ্যমে এবং সবসময় ট্রেন্ডের সাথে এগিয়ে যেতে হবে। এটি এক ধরণের স্ট্র্যাটেজী যাতে করে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গ্রো করতে পারবেন খুবই জলদি। আপনি যদি আপনার অডিয়েন্সের ফীডব্যাক গ্রহণ না করেন তবে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না।