Dimensions of Editing: Storyhead Expertise

Dimensions of Editing: Storyhead Expertise

ভিডিও এডিটিং এর ব্যাপারটি কি আপনাকে Attract করে? Attract করলেও আপনার কোনো Proper idea নেই বলে কিছু করতে পারছেন না? এই ব্যাপার নিয়ে সাহায্য করতে এবং এগিয়ে নিতে StoryHead a.k.a Imtiaz Arnab তার আইডিয়া শেয়ার করেছেন, যা মেনে চললে আপনি নিজের চেষ্টায় ভিডিও এডিটিং শিখতে পারবেন।

Storyhead তার Journey 2016 এ শুরু করেন এবং শুরু থেকেই তিনি একজন Explainator হিসেবে Scientific Issue গুলো Viewers দের বুঝিয়ে থাকেন। তার Contents তৈরী করতে সব ধরণের কাজ তিনি একাই করেন।

Storyhead বলেছেন যে তার কন্টেন্ট এর ভিজুয়াল স্টোরিটেলিং জিনিসটির মূল কম্পনেন্ট হলো তার ভিজুয়ালের manipulation যার জন্য তিনি বলেন যে তার কন্টেন্টের এডিটিং ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ।

যদি ভিডিও এডিটিং জিনিসটি আপনি নিজে নিজে শিখতে চান তবে আপনাকে চারটি ধাপ ধরে এক এক করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাকে তিনি বলেন “4 Levels of Video Editing”।

এই চারটি levels হলো:

Novice Level:
এই লেভেল হচ্ছে একদম প্রথম বা শুরু। এই লেভেল হচ্ছে Foundation of editing। এই লেভেলে আপনাকে শিখতে হবে আপনি কোন Application দিয়ে কাজ করতে পছন্দ করেন, কোন Application দিয়ে কাজ করতে আপনি সাচ্ছন্দবোধ করেন। এরপর আপনি যেই Application নিয়ে কাজ করবেন তার মধ্যে থাকা সকল ধরণের Tools এর নাম, তাদের কাজ এবং কোনটার সাথে কোনটা ব্যবহার করা যায় তা জানা এবং সবশেষে ভিডিও কিভাবে Export করতে হয় তা বোঝা। এগুলোর মাধ্যমে ছোট-খাটো আকারের একটি এডিট করে ফেলার ব্যাপারটি আপনার কাছে পরিষ্কার হয়ে গেলেই আপনি Novice level টি পার করবেন।

Intermediate Level:
এই লেভেলে আপনি শিখবেন কি করে এডিটিং এর মাধ্যমে আপনি আপনার কন্টেন্টে যেই Story টা বোঝাতে চেয়েছিলেন তা আপনি এডিট করে ফুটিয়ে তুলতে পারবেন যাতে Viewers রা আপনার কন্টেন্ট দেখে বুঝতে পারে আপনি তাদের কাছে কি তথ্য দিতে চাচ্ছেন এবং যেটা মূল বিষয় সেটা হলো আপনার দেখতে হবে আপনি ঠিকঠাক মতো আপনার কন্টেন্টটা পরিবেশন করতে পারছেন কি না! এটা ঠিকভাবে করতে পারলেই আপনি বুঝবেন আপনি পরের ধাপে যাওয়ার জন্য প্রস্তুত।

Advanced Level:
এই লেভেলে আপনি ভিডিও এডিটিং এ নিজেকে আরো Expert করে তুলতে Application এর বিভিন্ন Tools and Options নিয়ে আপনাকে Explore করতে হবে এবং একটির সাথে আরেকটির Combination করে দেখতে হবে যে কোনটায় কি কাজ হয়। আস্তে আস্তে শিখতে হবে Manipulation এর ব্যাপার – কি করে সাউন্ড বা ভিজুয়ালকে manipulate করে একটু ভিন্নতা আনা যায়, নিজের ভয়েসকে manipulate করে বিভিন্ন রকমের সাউন্ড বের করে বা কোন Manipulation এর মাধ্যমে আপনার কন্টেন্টকে আরো সুন্দর ফুটিয়ে তোলা যায়। এগুলো পুরোপুরি Master করে ফেলতে পারলেই আপনি নিজেকে একজন Advanced Level এর Self-taught Video Editor বলতে পারবেন।


Master Level:
এই লেভেলটি হচ্ছে বাকি সব লেভেলের থেকে একটু Deep and Depth এর জিনিস যেটা সম্পূর্ণ-ই আপনার দক্ষতার উপর নির্ভর করেই তৈরী হবে। এর কোনো ধরা-বাধা ব্যাপার নেই। আপনি যা যা জানবেন, যা যা করায় স্পেশালিস্ট হবেন সেই পুরো ব্যাপারটা যখন আপনার হাতের মুঠোয় চলে আসবে তখন আপনিই বুঝতে পারবেন যে আপনি এখন Master Level এ আছেন এবং আপনি এই ব্যাপারে একজন Master হতে পেরেছেন।

Storyhead এর ভাষ্যমতে “No one can teach you better than yourself” এবং সে এই জিনিসটিকে কেন্দ্র করেই এতদূর এসেছেন তার অসাধারণ সব কন্টেন্ট নিয়ে। আপনিও কি Storyhead এর মতো নিজের এক ভিন্ন Journey শুরু করতে চান? Then hop in and start editing your own adventures!
Imtiaz Arnab

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *