Canvas of Glamour: Face of Beauty
পৃথিবীর অন্যান্য সব দেশের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও Fashion and Beauty এর sector আস্তে আস্তে grow করছে এবং Stereotype ভেঙে মানুষও সহজভাবে ব্যাপারটি গ্রহণ করছে। এই সেক্টরের অন্যতম পরিচিত মুখ হলেন – Ishrat Zaheen Ahmed , বাংলাদেশে Fashion and Makeover sector এ she stands out as a trailblazer.
Ishrat Zaheen তার যাত্রা 2016 এ একজন Beauty Content Creator হিসেবে শুরু করলেও পরে Lux Superstar হিসেবেই মূলত পরিচিত পান। She started doing what she loves to do। Recently তিনি London এ একটি Campaign join করেন বাংলাদেশের First Representative হিসেবে which is a big feat।
Makeover and Fashion এর ক্ষেত্রে তার usual beauty standard কে ছাঁপিয়ে যায়, এক নতুন্ত্বের ছোঁয়া দেয়। তার এই fearless exploration এর থেকে তার নিজস্ব এক Art এর সৃষ্টি করেন এবং তার দ্বারা inspired হয়ে এখন অনেকেই Motivated হচ্ছে। সে তার Makeover exploration এর মাধ্যমে অনেক diverse and vibrant makeover ideas এবং possibilities introduce করেছেন। তার দ্বারা inspired হয়ে অনেকে তাদের নিজের individuality কে embrace এবং express করার মতো আত্মবিশ্বাস পেয়েছেন।
Social Media তে তার এই zone এর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে, Makeover is not dedicated for other people, it’s a thing of self-satisfaction।
তার Contents, tutorials and glimpses এর দ্বারা তিনি নিজের expertise কে সাধারণের কাছে available করে এক Digital Beauty Revolution তৈরী করেছেন যাতে মানুষ বুঝতে পারে যে Makeover শুধুমাত্র বাহিরের সৌন্দর্যের ব্যাপার না, এটি Self-Love এবং Self-Acceptance এর একটি Journey। তার এই Vision এবং Philosophy সব ধরণের Makeover artist এবং Makeup Enthusiasts দের জন্য inspiring এবং empowering একটি বিষয়।