Beyond Melody: A Social Impact

Beyond Melody: A Social Impact

Tasrif Khan, সোশ্যাল মিডিয়ার খুবই পরিচিত একটি নাম। গানের সুরে সুরেই আগমন হয় তার এই জগতে।

বহুল পরিচিত “কুঁড়েঘর” ব্যান্ডের সদস্য এবং মূল গায়ক তিনি যাদের সম্প্রতি “তাইতো এলাম সাগরে” গানটা রাতারাতি খুবই চমৎকার ভাবে জনপ্রিয়তা পেয়েছে। গানের মাধ্যমে মানুষের মাঝে পরিচিত হলেও সম্প্রতি যে কারণে মানুষের মুখে মুখে তার নাম বেজে উঠছে তার কারণ হলো তার উদার এবং প্রশস্ত মনের পরিচয়ে।

তার ভাষ্যমতে সবার আগে তিনি একজন সমাজসাবী। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ক্ষেত্রে তিনি সবার চাইতে এগিয়ে থাকেন।

Tasrif Khan তার এই মানবকল্যাণের পরিচয় দেন ২০২২ এর সিলেটের বন্যা মহামারীর সময়। তিনি কোনোকিছুর তোওয়াক্কা না করে ছুটে যান মানূষের সাহায্যে। বন্যার কবলে আক্রান্ত প্রায় ১৮ হাজার মানুষের জন্য তিনি আর্মির সাহায্যে নিজ হাতে দুস্থদের মাঝে ত্রাণ পৌঁছে দেন। তার এই অকৃত্রিম মানবসেবী আত্মার পরিচয় তার গানের সুরকে ছাঁপিয়ে যায়।

তার এই মানবসেবার ব্যাপারটি নিতান্ত একটি স্বল্পস্থায়ী কাজ না, তিনি এছাড়াও বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষদের সাহায্য করে থাকেন। মানবসেবা কে তিনি শখ হিসেবে গণ্য করেন এবং এর চাইতে আনন্দের কোনো কিছু নেই তার কাছে।

সিলেটের বন্যা নিয়ে “বাইশের বন্যা” বই লিখে তিনি সম্প্রতি “বেস্ট সেলার” অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

Tasrif Khan এর এই মানবসেবা জনপ্রিয়তার জন্য নয়, বরং তিনি মানুষের কষ্ট অনুভব করে থাকেন বলেই মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকেন। তার এই অকৃত্রিম-অকৃপণ-আত্মত্যাগী মনোভাবের কারণে অনেকেই তার দ্বারা অনুপ্রেরণিত হচ্ছেন এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন।

তিনি চান তার অনুপ্রেরণায় অনুপ্রেণিতদের নিয়ে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকা এবং সুন্দর কষ্টহীন একটি সমাজ তৈরী করা।

ভবিষ্যতে তিনি একটি “বৃদ্ধাশ্রম-অনাথাশ্রম” একত্র করে তৈরী করার পরিকল্পনায় আছেন যা তার সমাজসেবাকে নিয়ে যাবে অন্য একটি ধাপে।
tasrif Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *