The UnSeen Joy of Education: Rising Stardom

The UnSeen Joy of Education: Rising Stardom

পড়ালেখার নাম শুনলেই হয়তো নাক সিটকিয়ে কেটে পরবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এমন একজন Teacher আছেন যে আপনাকে খুব মজা করেই পড়ালেখা করতে পড়াবেন আর আপনি বুঝবেনও না যে আপনি শিখছেন!

ব্যাপারটা অবাক করা এবং একই সাথে চমৎকার না? বাস্তবে এমন একজন আছেন যে আপনাকে শিক্ষামূলক অনেককিছুই শিখাবেন এবং আপনার মনোযোগ তার থেকে এক ফোঁটাও সরবেনা!

ইনি হচ্ছেন Seenjoy Saha a.k.a Seenjoy যাকে হয়তো আপনি এর আগেও আপনি Facebook অথবা অন্যান্য Social Media Platform এ দেখে থাকবেন।

পড়ালেখার মতো কঠিন এবং অসম্ভব বিষয়কেও সহজ আর মজার করে তোলার কাজ তার হাতের মুঠোয়। Content Creation এর জগতে তার আগমন নতুন হলেও নিজের জায়গা করে নিচ্ছেন খুবই জলদি। তার Content গুলো খুবই শিক্ষামূলক এবং Content এর একমাত্র উদ্দেশ্য আপনার জানা অথবা অজানা বিষয়গুলোকে খুবই মজার করে তোলা। তিনি এই পদ্ধতিকে বলেন “Infotainment” অর্থাৎ বিনোদনের সাথে তথ্য জানা। তার Infotainment এর মাধ্যমে সে Viewer দের পড়ালেখা তো করানই, সাথে থাকে বিনোদনও!

তার এই Content গুলো বানানোর জন্য তাকে যে Step গুলো follow করতে হয় তা হলোঃ

1. Choosing Topic:

সবার প্রথম কাজ হলো তিনি কোন Topic নিয়ে কথা বলবেন তা Choose করা। যেকোনো Topic choose করে ফেললেই হয়না, উনি এমন জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করেন যা খুবই interesting এবং যার information এর depth থাকে অনেক যাতে viewers রা দেখে engaged হয়। Content এর জন্য যা একদম আবশ্যক তা হলো যে Topic টির উপর Content বানাচ্ছেন তা বানাতে কতটুকু সময় খরচ হচ্ছে। অবশ্যই খেয়াল রাখতে হয় যে কোন Topic এর জন্য সব মিলিয়ে কতটুকু সময় প্রয়োজন হবে, তা আগে থেকেই হিসাব রাখা।

2. Research:

তার পরের কাজ হচ্ছে তিনি যে Topic choose করেছেন তার উপর যতটুকু সম্ভব research করা। Complete research ছাড়া তার content গুলো পুরোপুরিই incomplete থেকে যাবে এবং এতে Viewers ও দেখে satisfied হবেনা। তাই Research এর part টি খুবই important এবং vital। তিনি তার Research এর জন্য কোনো Specific source use করেন না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে তিনি তার information gather করেন।

3. Breaking Down Complexity:

তার Complex বা জটিল topic গুলোকে তিনি খুবই সাবধানে step by step ভেঙে সহজ ভাষায় বুঝিয়ে দেয়ার চেষ্টা করেন যাতে কোনো কিছুই ঘোলাটে না লাগে এবং এই Presenting এর ব্যাপারটিও খুবই important যা তিনি খুব সাবধানে এবং successfully করেন। মূলত Presenting এর ব্যাপারেই তার মূল কাজ করতে হয়। Topic যতই Complex হোক না কেনো, তিনি তার ভাষায় সহজ-স্বাভাবিক ভাবে Present করেন যাতে কোনো ভাবেও জিনিসটা Boring না লাগে।

এসব Steps follow করেই মূলত তার এই চমৎকার Content গুলো বানানো হয় এবং আমরা তা দেখে যেমন আনন্দ পাই তেমন জানা এবং অজানা বিষয়ে নতুন নতুন জিনিস জানতেও পারি।
প্রতিদিনের একঘেয়ে পড়ালেখা যদি বিরক্ত লেগে থাকে তাহলে Seenjoy এর সাথে শুরু করুন আপনার আরামদায়ক, মনোরম এক শিক্ষামূলক যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *