Madness of Sports: Game On!
খেলা-ধুলা কার না ভালো লাগে? তবে খেলা-ধুলার প্রতি ভালোবাসার টানে একদম সব ছেড়ে দিয়ে খেলা-ধুলা নিয়েই পরে থাকা? শুনে নিছক পাগলামী এবং অবাস্তব মনে হলেও Neyon & on এর পথচলা শুরু হয়েছে এভাবেই।
Neyon aka Shihab Hasan Neyon মূলত Cricket ও Football এর বিষয়ক Content নিয়েই বেশিরভাগ আলোচনা করে থাকেন। তিনি Quizzing game ও আয়োজন করেন। এ বাদেও তার রয়েছে একটি Talent Hunting Game, Ustaad Got Talent – UGT যেই Show তে Sporting Talent দের Hunt করেন।
তার Passion তাকে নিয়ে গেছে Qatar World Cup 2022 এ, বাংলাদেশের পতাকা উড়িয়ে পুরো বাংলাদেশ কে Represent করেন।
TikTiok এর invitation এ তিনি Global Soccer Award এ attend করেন একমাত্র South Asian Content Creator হিসেবে এবং বিখ্যাত football journalist Fabrizio Romano ও Zlatan Ibrahimovic, Paolo Maldini এর মতো বিখ্যাত Footballer দের সাথে দেখা করেন এবং কথা বলার সুযোগ পান। এছাড়াও তিনি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ – এর সাথেও দেখা করেন।
Sports এর প্রতি passion এবং ভালোবাসাকে নিয়েই Neyon and On আজ পৃথিবীর সবার কাছে বাংলাদেশ – এর নাম তুলে ধরেছেন এবং জিতেছেন Best Sports Content Creator of 2022 by The Marvel – Be You.
তার content creating platform এর নাম হচ্ছে “On & On Universe” যেখানে তিনি তার Content গুলো Upload করেন। তার On & On Universe এর রয়েছে:
1. On & On Gaming: এই section এ মূলত Neyon and On team এর Gaming videos upload করা হয়, যাতে করে যারা Gamer অথবা Gaming video দেখতে পছন্দ করেন, তারা খুব সহজেই Neyon and On এর Gaming Content খুঁজে দেখতে পারেন।
2. On & On Podcast: এই section এ মূলত Neyon and On team এর Podcast show contents upload করা হয়। যারা প্রতিদিন Podcast শুনতে পচ্ছন্দ করেন তারা On & On Podcast থেকে শুধু Podcast content গুলোই খুঁজে পাবে।
3. On & On Reacts: এই section এ মূলত Neyon and On team এর Reaction video contents upload করা হয় যেখানে আপনি তাদের বিভিন্ন controversial or trendy video বা content এর উপর করা reactions উপভোগ করতে পারবেন।
4. On & On Merch: এই section এ মূলত Neyon and On এর merchandise গুলো আমি খুব সহজেই খুঁজে পেতে পারেন।
এভাবে Neyon and On তার Contents গুলো আলাদা আলাদা করে ভাগ করে তার “On & On Universe” platform টি তৈরী করেছেন যার কারণে তার Viewers এর engagement and reach better way তে পেয়ে থাকেন। কারণ, তার ভিন্ন ভিন্ন ধরণের Content তিনি তার ভিন্ন ভিন্ন Sections এ Upload করায় তার Content গুলোর জন্য তিনি Niched Viewers পেয়ে থাকেন এবং Audience mass successfully grow করতে থাকে। তার এই ContentVerse এর মাধ্যমে সে Revenue পেয়ে থাকে। এই Strategy থেকে New Content Creators রা idea নিয়ে তাদের মতো করে তাদের Universe create করার ব্যাপারেও শিখতে পারেন।